আশাশুনিতে রেজিস্ট্রেশন বিহীন ১৮টি মটর সাইকেল জব্দ

বিশেষ প্রতিনিধি: সারাদেশের ন্যায় আশাশুনিতেও ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রেজিস্ট্রেশন বিহীন মটর সাইকেল আটক অভিযান চলছে। অভিযানে রেজিস্ট্রেশন বিহীন ১৮ টি মটর সাইকেল আটক পূর্বক মামলা দায়ের করা হয়েছে। এব্যাপারে আশাশুনি থানার সেকেন্ড অফিসার এসআই জাহাঙ্গীর হোসেন এ প্রতিবেদককে জানান ট্রাফিক সপ্তাহ উপলক্ষে দেশব্যপী রেজিস্ট্রেশন বিহীন যান বাহন আটক অভিযান চলছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশাশুনি থানা সড়ক, মানিকখালী বাইপাস সড়ক সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে সাতক্ষীরা থেকে আসা ট্রাফিক পুলিশ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে আটক ১৮টি মটর সাইকেলের বিরুদ্ধে মটর যান আইনে মামলা দায়ের করে কেস স্লিপ প্রদান করেছেন সাতক্ষীরা ট্রাফিক পুলিশ। আটককৃত ১৮ টি মটর সাইকেল বর্তমানে আশাশুনি থানা হেফাজতে রয়েছে। সাতক্ষীরা ট্রাফিক পুলিশের মটর সাইকেল আটক অভিযানের ব্যাপারে চর্তুদিকে খবর ছড়িয়ে পড়লে বর্তমানে কেউই আর মটর সাইকেল নিয়ে রাস্তায় বের হচ্ছে না। ফলে বিভিন্ন সড়ক ছিল ইজিবাইক, নসিমন ও অন্যান্য যানবাহনের দখলে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিতো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না