খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এর জন্মসার্ধশতবার্ষিকীর প্রস্তুতি সভা

dig

নলতা প্রতিনিধি: অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, মুসলিম রেঁনেসার অগ্রদূত, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, সুফী-সাধক, পীরে কামেল হজরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মসার্ধশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আয়োজনে এবং খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট’র বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট’র পরিচালক সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম’র সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সদস্য ডা. খলিলুল্লাহ, খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মো. এনামুল হক।

- Advertisement -

প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, হাজী কেয়াম উদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, নলতা আহ্ছানিয়া দারুল-উলুম ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত মাও. রমিজ উদ্দীন, নলতা হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মোনায়েম, নাংলা ফতেম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মিশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল হক, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, হাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খাতুন, প্রফেসর ডা. রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক মো. বদিউজ্জামাল (মিলটন), চট্রগ্রাম আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক গোলাম ওয়ারেশ মুক্তা, হবিগঞ্জ আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি মাহবুবে খোদা প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিতো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না