জেলা পরিষদের ছাদ ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত ৫
অনলাইন ডেস্ক:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচ শ্রমিক আহত হয়েছেন। আরো ২-৩জন শ্রমিক আটকে থাকতে পারেন বলে জানান উদ্ধারকারীরা। শনিবার (৮অক্টোবর) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার পর শ্রমিক ও আশপাশের লোকজন ছাদে আটকে পড়া পাঁচ জনকে উদ্বার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মো. রোকন (৩৮), মো. হাসান (২৪), মো. হানিফ (২৫), মো. হানিফ (২৭) ও মো. সোহেল (২৩)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, ছাদের ঢালাই কাজ চলাকালে ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। আরো ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত শ্রমিক মো. সাজ্জাদ হোসেন জেলা সদরের কলেজ গেইট এলাকার টিউবওয়েল মিস্ত্রী মো আমিন এর ছেলে। অপরজনের নাম পরিচয় জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধংসস্তুপে আটকা পড়াদের উদ্বারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা উদ্বার কার্যক্রম চালাচ্ছেন।