‘পুরো সিটির বিপক্ষে ইউনাইটেডের লড়াই’

ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে যেমন ছন্দে আছেন, তাতে আর্লিং হলান্ডকে নিয়ে প্রতিপক্ষের দুর্ভাবনার কারণ রয়েছে যথেষ্টই। ম্যানচেস্টার ডার্বিতেও তার দিকে থাকবে বিশেষ নজর। তবে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ কেবল নরওয়ে তারকাকে নিয়েই ভাবতে নারাজ। বললেন, তাদের পরিকল্পনা ¯্রফে সিটি স্ট্রাইকারকে থামানো নিয়ে নয়, বরং পুরো দলকে ঘিরে। গত গ্রীষ্মের দলবদলে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেন হলান্ড। জার্মান ক্লাবটির হয়ে আড়াই বছরের অধ্যায়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮৯ ম্যাচে গোল করেন ৮৬টি। ইংলিশ চ্যাম্পিয়নদের হয়েও শুরুটা করেছেন দারুণ। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচে তার গোল ১৪টি। এর মধ্যে প্রিমিয়ার লিগে ৭ ম্যাচে দুই হ্যাটট্রিকে করেছেন ১১ গোল। লিগে রোববার সিটির মাঠে খেলবে ইউনাইটেড। দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে ঘুরেফিরে আসছে হলান্ডের নাম। কারণ ম্যাচের প্রভাবক হয়ে উঠতে পারে টেন হাগের দল কীভাবে ছন্দে থাকা এই ফরোয়ার্ডকে সামলায় তার ওপর। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টেন হাগ অবশ্য বললেন, শুধু হলান্ডকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন না তারা। “মাঠে হলান্ড যেভাবে খেলে সেটা আমি পছন্দ করি। নিজের লক্ষ্যে সে অবিচল, শুধু গোল করতে চায় এবং প্রতিপক্ষের গোলের সামনে সরাসরি অবস্থান নেয়।” “সে গোল তৈরি করেও দিতে পারে। তবে আবারও বলছি আমি তাকে সম্মান করি, কিন্তু রোববার আমরা হলান্ডের বিপক্ষে খেলছি না, আমরা ম্যান সিটির বিপক্ষে খেলছি এবং আমাদের জন্য এটি শুধু ম্যান সিটির বিপক্ষে খেলার বিষয় নয়।

এটা প্রতিপক্ষ হিসেবে তাদের ও আমাদের ব্যাপার।” ইউনাইটেডে যোগ দেওয়ার আগে ডর্টমুন্ডে থাকাকালীন সময়ে হলান্ডের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে জ্যাডন স্যানচোর। সংবাদ সম্মেলনে টেন হাগের কাছে জানতে চাওয়া হয়েছিল, ইংলিশ ফরোয়ার্ডের সঙ্গে তিনি হলান্ডের ব্যাপারে আলোচনা করেছেন কিনা। তিনি বলেন, শুধু স্যানচো নন, দলের সবার কাছ থেকেই পরামর্শ নেবেন তিনি। “নিঃসন্দেহে যখন আপনার কাছে এমন একজন খেলোয়াড় থাকে যে আগে (প্রতিপক্ষ শিবিরে থাকা) একজন খেলোয়াড়ের সঙ্গে খেলেছে, আপনি তার কাছে এই ব্যাপারে জানতে চাইবেন।” “আমি এটাও মনে করি, একটি দল হিসেবে এটা আমাদের প্রাথমিক কাজ একজন খেলোয়াড়কে নিয়ে বিশ্লেষণ করা যদি ফলাফলের ক্ষেত্রে তার বড় ভূমিকা থাকে। আমাদের নিজেদের কাজ করতে হবে এবং এটিই আমি, আমার স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গে করছি কারণ তারা আমাদের আরও বিস্তারিত তথ্য দিতে পারে।” লিগে ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বর স্থানে আছে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলা সিটি ১৭ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিতো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না