কপোতাক্ষ নদীতে দেবী দুর্গার বির্সজন

১লা অক্টোবর ষষ্ঠী পুজার মধ্যদিয়ে শুরু হয়ে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয়া দূর্গাপূজা। তাদের মতে মা এবার গজে (হাতিতে) চড়ে মর্তলোকে বাবার বাড়িতে এসেছিলেন। মায়ের এই ৫ দিনের যাত্রা শেষে গতকাল দোলায় (নৌকায়) চড়ে আবার কৈলাসে প্রস্থান করবেন। এ দিকে দেবী দূর্গার এই বির্সজন দিতে সকাল থেকে ভক্তবৃন্দদের তোড় জোড়। প্রতিবছরের ন্যায় এবার উপজেলার হাজারো ভক্তবৃন্দের উপস্থিতে দেবী দূর্গার বিসর্জন দেওয়া হয়। বৃহস্পতিবার বিকালে দেবী দূর্গা এই বিসর্জন হিন্দু নারীরা সিঁদুর খেলায় মেতে ওঠেন।

এদিকে খবর পেয়ে তালা উপজেলার ইসলাকাটি এলাকায় কপোতাক্ষ নদের তীরে ছুটে যান তালা উপজেলা আলীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান। এইসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা দিলিপ অধিকারী, তালা উপজেলা কৃষকলীগের সভাপতি মাষ্টার ময়নুল ইসলাম, উপজেলা আ.লীগ সদস্য অশোক লাহোড়ী, খলিষখালী ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি সুনীল দে, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি বিধান দাশ, সাবেক ইউপি সদস্য পংকজ রায়, আ.লীগ নেতা শ্যামল অধিকারী, মাগুরা ইউনিয়ন কৃষকলীগ নেতা লিটন সরদার, অনুপম মন্ডল, সাংবদিক শাহিন আলম প্রমুখ।