হাবিবুল্লাহ বাহার, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা জুড়ে মন্ডপে মন্ডপে দেবী দুর্গার বোধনের মাধ্যমে পহেলা অক্টোবর মহাষষ্ঠী দিয়ে শুরু হয়েছিল হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা উৎসব। দুষ্টের দমন শিষ্টের পালন এর বার্তা নিয়ে হাতিতে চড়ে মত্ত্যে এসেছিলেন দেবী। আসছে বছর আবার হবে এই বার্তা দিয়ে মত্ত্য থেকে নৌকা চড়ে কৈলাসে ফিরে গেলেন দেবী দুর্গা এর ফলে পৃথিবীতে শস্যে পূর্ণ হয়ে ভরে উঠবে বলে বিশ্বাস হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের।
বুধবার ছিল শুভ বিজয়া দশমী। দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্যদিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা দুর্গা বিসর্জনের উপলক্ষে কঠোর নিরাপত্তার মধ্যেদিয়ে বিকাল ৪টা হতে মানুষের ঢল নামে সীমান্তবর্তী কালিন্দী নদীর বসন্তপুর বিজিবি গ্রাম সংলগ্ন নদীর ভেড়ি বাঁধে। ভারত, বাংলাদেশ উভয় দেশের বাংলা ভাষাভাষী বাঙ্গালীদের মিলন-মেলার কথা থাকলেও এবার মিলনমেলা বিশদে পরিণত হয়। নিজ নিজ দেশের প্রতিমা বিসর্জনকারি ও দর্শনার্থীদের নৌকা, প্রতিমা নিয়ে নিজ নিজ জলসীমার মধ্যে সীমাবদ্ধ থাকার কঠোর নির্দেশনা মেনে চলতে হয়। প্রতিমা বিসর্জন স্থলে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি, থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু, বসন্তপুর বিওপি কমান্ডার সুবেদার সুজাউদ্দৌলাসহ উপস্থিত সাংবাদিক সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। কালিগঞ্জ উপজেলায় মোট ৫২ টি পূজা মন্ডপের প্রতিমা নিজ নিজ উদ্যোগে বিসর্জন দেওয়া হয়। ওই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আনসার ভিডিপি সদস্যগন উপস্থিত ছিলেন।