তালা প্রতিনিধি: আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম তালা উপজেলার চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছে। শনিবার সকালে তালা শিল্পকলা একাডেমিতে উপজেলা আ.লীগের আয়োজনে উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের সাথে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। তালা উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নজরুল ইসলাম।
জেলা আ.লীগের সাংগঠনিক আতাউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক এমপি ইঞ্জি. শেখ মুজিবুর রহমান, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, তালা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান সনৎ কুমার ঘোষ,
জেলা আ.লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, কলারোয় উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়াদ্দার, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া পৌর মেয়র বুলবুল প্রমুখ। এসময় তালার ১২ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যসহ উপজেলা পরিষদের ১৫৯ জন ভোটারের মধ্যে ১৪৮ জন উপস্থিত ছিলেন। এছাড়া সাতক্ষীরা সদর ও কলারোয়া সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কলারোয়া ১৭২ ও তালার ১৫৯ ভোটের শতভাগ ভোট নজরুল ইসলামকে দেওয়া অঙ্গীকার ব্যক্ত করেন জনপ্রতিনিধি ভোটাররা।