এবারের নারী এশিয়া কাপের আসর বসেছে বাংলাদেশে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। এবারই প্রথম পুরোপুরি নারী অফিসিয়াল দিয়ে চলছে এই আসর, নেই কোনো পুরুষ আম্পায়ার বা রেফারি। আম্পায়ারের দায়িত্ব পালন করছেন পাকিস্তানের সালিমা ইমতিয়াজও। তাঁর মেয়ে কাইনাত ইমতিয়াজ খেলছেন পাকিস্তানের হয়ে। শনিবার এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। এই ম্যাচে মূল আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন সালিমা ইমতিয়াজ। মাকে অভিনন্দন জানিয়ে কাইনাত টুইটারে লিখেছেন, ‘আমার মাকে ২০২২ নারী এশিয়া কাপের আম্পায়ার হিসেবে দেখে খুবই আনন্দিত ও গর্বিত। তাঁর সাফল্যে আমার আনন্দের শেষ নেই। আমার মা খুবই অনুপ্রেরণাদায়ী একজন মানুষ। পাকিস্তানের প্রতিনিধিত্ব করা তাঁর স্বপ্ন ছিল। সেই স্বপ্ন নিয়ে আমিও এগিয়ে চলেছি। ’এশিয়া কাপে সালিমা মাঠে নামলেও, এখনো মাঠে নামা হয়নি কাইনাতের। রোববার মালয়েশিয়ার বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। এই ম্যাচের একাদশে ছিলেন না কাইনাত। তিনি এখন পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ১৫টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি খেলেছেন। ২৬৫ রানের পাশাপাশি তারঁ শিকার ১৬ উইকেট।