বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ অক্টোবর) বিকাল ৩টায় সদরের কোমরপুর ফুটবল মাঠে তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, এমপি রবি ফুটবল টুর্নামেন্ট এর সমন্বয়কারি কাজী কামরুজ্জামান খোকন, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ঘোনা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ জাহিরুল আলম, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আশরাফুর রহমান খোকন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন প্রমুখ।
এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর তৃতীয় কোয়ার্টার ফাইনালে অংশ নেয় ভোমরা ইউনিয়ন বনাম ঘোনা ইউনিয়ন। খেলার প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলায় শেষ মুহুর্তে ভোমরা ইউনিয়ন ১টি গোল করে জয়ের লক্ষ্যে পৌছে যায়। ফলে ১-০ গোলে ঘোনা ইউনিয়নকে হারিয়ে ভোমরা ইউনিয়ন দল জয়লাভ করে এবং সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন রেফারী মো. নাসির উদ্দিন, সহকারি রেফারী ছিলেন আসাদ ও শাম্মু। হাজার হাজার দর্শক এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটি উপভোগ করেন।
আগামী ১০ অক্টোবর রবিবার কুশখালী ইউনিয়নের শিকড়ী ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ৪র্থ এবং শেষ কোয়ার্টার ফাইনাল খেলায় অংশ নেবে দেশী ও বিদেশী বাঁছাইকৃত খেলোয়াড়দের সমন্বয়ে বল্লী ইউনিয়ন বনাম দেশী ও বিদেশী বাঁছাইকৃত খেলোয়াড়দের সমন্বয়ে আলিপুর ইউনিয়ন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।