স্পিন দিয়ে পাকিস্তানকে হারানোর পরিকল্পনায় বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের সাফল্য খুব বেশি নেই। এই ফরম্যাটে ১৫বার মুখোমুখি হয়েছে। ১৪বারই জয়ের হাসি হেসেছে পাকিস্তান নারী দল। বিপরীতে বাংলাদেশ মাত্র একবারই জিতেছে। তবু বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলেছে সাম্প্রতিক পারফরম্যান্স। উপমহাদেশের দল হিসেবে স্বাভাবিক ভাবেই পাকিস্তান স্পিন খেলতে ভীষণ পারদর্শী। বাংলাদেশের শক্তির জায়গাও এই স্পিন। বাংলাদেশ তাই স্পিন আক্রমণেই পাকিস্তানকে হারানোর রণকৌশল ঠিক করছে। রোববার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়ে গেছেন অলরাউন্ডার রুমানা আহমেদ। সোমবার নারীদের এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। দুই দল নিজেদের প্রথম ম্যাচ জিতে ভীষণ উজ্জীবিত। পাকিস্তানের পক্ষ থেকে তো অবশ্যই বাংলাদেশ শিবির থেকেও দারুণ লড়াইয়ের প্রতিশ্রুতি মিলেছে। রুমানা বলেছেন, ‘পরিকল্পনা তো আসলে ওভাবে নেওয়ার কিছু নেই। আমরা ওদের সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলেছি, ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটোই। আমার মনে হয় এখন অবধি যেভাবে প্রস্তুত আছি, ওদের সঙ্গে খেলার জন্য যথেষ্ট।’ সংক্ষিপ্ততম ফরম্যাটে পাকিস্তানের জয়ের পাল্লা ভারি হলেও ২০১৮ সালে অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশ তাদের হারিয়েছে। এরপর আরও কিছু ম্যাচ খেললেও এই ফরম্যাটে জিততে পারেনি নিগার সুলতানারা।

পুরোনো পরিসংখ্যানের কথা উঠতেই রুমানা বললেন, ‘আমরা তো আমাদের শক্তির জায়গা দেখবো। আমরাও শক্তভাবে এগোচ্ছি। শেষ কয়েকটা টুর্নামেন্টে আমাদের মেয়েরা অনেক ভালো করেছে। ইনফ্যাক্ট আমাদের বড় কিছু অর্জন করার লক্ষ্য। এটুকু বলতে পারি মেয়েরা ভালো করছে। সামনের ম্যাচগুলোতে আরও ভালো করবে।’ গত কিছুদিন ধরে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখছেন স্পিনাররা। শেষ ৫ ম্যাচে পেসারদের দিয়ে মাত্র ১৩ ওভার বোলিং করানো হয়েছে। পেসাররা সাফল্য এনে দিতে ব্যর্থ হওয়াতে অধিনায়ককে স্পিনারদের ওপরই ভরসা রাখতে হয়েছে। পাকিস্তান স্পিন ভালো খেললেও রুমানা জানালেন, তাদের বিপক্ষে স্পিন আক্রমণ নিয়ে মাঠে নামবেন তারা, ‘ওরা (পাকিস্তান) স্পিন ভালো খেলে। কিন্তু স্পিন দিয়েই তো ওদের বরাবর অ্যাটাক করেছি। আমাদের স্পিনাররা আগে যেটা করতো, এর চেয়ে বেশি ভালো করছে। গত কিছুদিন ধরে স্পিনাররা বেস্ট এফোর্ট দিয়ে আসছে।

এখানেও পাকিস্তানকে হারাতে আমাদের স্পিন যথেষ্ট।’ ২০১৮ এশিয়া কাপের পর দুই দল আরও ছয়টি ম্যাচ খেলেছে। যার সবগুলোই পাকিস্তান জিতেছে। সর্বশেষ তিন ওয়ানডেতে অবশ্য বাংলাদেশ তাদের হারিয়েছে। রুমানা বিশ্বাস করেন, সেরাটা দিয়েই পাকিস্তানকে হারানো সম্ভব, ‘ওরাও প্রস্তুত হয়ে এসেছে। আমরা আমাদের অ্যাটাকেই চলবো। ওদের লাস্ট যেটা হারিয়েছি, ওডিআই ছিল। এখন টি-টোয়েন্টিতে নিজেদের সেরাটা দেবো। হার-জিত এটা খেলার পর বোঝা যাবে, কিন্তু আমরা নিজেদের সেরাটা দেবো।’ লেগ স্পিনের পাশাপাশি ব্যাট হাতেও রুমানার ভূমিকা গুরুত্বপ্র্ণূ। তিনি অলরাউন্ড পারফরম্যান্স দিয়েই দলে প্রভাব রাখতে চান, ‘আমি চেষ্টা করি সবসময় দলকে অলরাউন্ড পারফরম্যান্স দিতে। ওই ধারাবাহিকতা রাখার চেষ্টা করবো। সামনে এটা আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। ব্যাটে-বলে অবদান রাখার চেষ্টা করবো।’